ইউরোপের ৮ দেশের ওপর শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের
গ্রিনল্যান্ড কেনার অনুমতি না পাওয়া পর্যন্ত ইউরোপের মিত্র দেশগুলোর ওপর ধাপে ধাপে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৭ জানুয়ারি) দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড কেনার বিষয়ে সম্মতি না মিললে যুক্তরাষ্ট্র এই শুল্কনীতি আরও কঠোর করবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এসব দেশ এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের আওতায় রয়েছে।
ট্রাম্প আরও জানান, আগামী ১ জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করা হবে। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কেনার বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারা পর্যন্ত এই অতিরিক্ত শুল্ক বলবৎ থাকবে বলেও তিনি স্পষ্ট করেন।
গ্রিনল্যান্ডের মালিকানা প্রশ্নে ট্রাম্প আগেও কঠোর অবস্থান নিয়েছেন। একাধিকবার তিনি বলেছেন, দ্বীপটির নিয়ন্ত্রণ অর্জন ছাড়া অন্য কোনো সমাধান তার কাছে গ্রহণযোগ্য নয়। তবে ডেনমার্ক সরকার এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার কোনো পরিকল্পনাও তাদের নেই।
এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এই উদ্যোগের প্রতি সমর্থন সীমিত। চলতি সপ্তাহে প্রকাশিত রয়টার্স/ইপসসের এক জরিপে দেখা গেছে, দেশটির নাগরিকদের মধ্যে পাঁচজনের একজনেরও কম গ্রিনল্যান্ড অধিগ্রহণের ধারণাকে সমর্থন করছেন।
সূত্র: রয়টার্স



























