সোমবার ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:৪৭, ১৮ জানুয়ারি ২০২৬

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কয়লাভিত্তিক বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন যান্ত্রিক ত্রুটির কারনে বন্ধ।

রোববার (১৮ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট বন্ধ হয়।

জানা যায়, কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট গত বছরের ১ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিট ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ। প্রথম ইউনিট ৩০ ডিসেম্বর বন্ধ হওয়ার পর ১৪ জানুয়ারি পুনরায় উৎপাদনে ফিরেছিল, কিন্তু চার দিনের ব্যবধানে আবারও বন্ধ হয়ে গেছে। এর ফলে তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম স্থগিত হলো।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো: আবু বককর সিদ্দিক জানান, প্রথম ইউনিটের বয়লারের পুরো টিউব ফেটে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। প্রায় ১ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বয়লারটি ঠাণ্ডা হলে মেরামত শুরু হবে। প্রথম ইউনিটটি অনেক পুরনো, প্রতি পাঁচ বছরে মেরামত প্রয়োজন হয়।

তিনি আরও বলেন, ৫২৫ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পরিচালিত বড়পুকুরিয়া খনির কয়লার উপর নির্ভর করে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল পরিচালিত ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটি মেরামতে কাজ করছে। চীন থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ পৌঁছালে আবার তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু করা সম্ভব হবে। তারপরও আশা করছি, আগামী মার্চে উৎপাদনে ফিরতে পারে। আর দ্বিতীয় ইউনিটির যন্ত্রাংশ দাম বাড়ার অজুহাতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান গরিমসি করছে।

সর্বশেষ