তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ডিগ্রি অর্জনই তরুণদের শেষ দায়িত্ব নয়; সমাজের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত অংশের জন্য শিক্ষিত তরুণদের দায়িত্ব বেশি।
তিনি আজ সকালে ঢাকার সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটির ৩য় সমাবর্তনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ২০২৪ সালে তরুণ প্রজন্ম দেশের উন্নয়নে অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু প্রকৃত পরিবর্তনের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য।
তিনি আসন্ন জাতীয় নির্বাচনে তরুণদের রাষ্ট্র পরিচালনার নীতি ও কাঠামো নির্ধারণেও অংশ নেওয়ার আহ্বান জানান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার প্রস্তাব দেন।
মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিষয়ে তিনি উল্লেখ করেন, দেশীয় মাছ, দুধ, ডিম ও মাংস উৎপাদন বাড়ানো প্রয়োজন। নদী-নালা ও সমুদ্র দূষণ, অবৈধ মাছ ধরা ও প্লাস্টিক বর্জ্য সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য হুমকি।
তিনি তরুণদের ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহারেরও পরামর্শ দেন।



























