সোমবার ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ১৮ জানুয়ারি ২০২৬

রুমিন ফারহানার বিরুদ্ধে ’মব’ সৃষ্টির অভিযোগ, ব্যবস্থা নিতে চিঠি

রুমিন ফারহানার বিরুদ্ধে ’মব’ সৃষ্টির অভিযোগ, ব্যবস্থা নিতে চিঠি
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, বিচারিক কাজে বাধা প্রদান এবং ‘মব’ সৃষ্টি করার অভিযোগ উঠেছে।

সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুবকর সরকার স্বাক্ষরিত একটি চিঠিতে এসব অভিযোগ জানানো হয়েছে। গত শনিবার চিঠিটি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে পাঠানো হয়। চিঠিতে অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে পেন্ডেল করে রুমিন ফারহানা একটি বিশাল জনসমাবেশের আয়োজন করেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থি। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সমাবেশ ভেঙে দেওয়া হয়।

ঘটনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। অভিযোগে বলা হয়, জরিমানা আদায়ের সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন এবং বারবার হুমকিসূচক ইঙ্গিত দেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়াসহ আরও কয়েকজন মারমুখী আচরণ করেন, যা সেখানে ‘মব’ পরিস্থিতি সৃষ্টি করে এবং বিচারিক কাজে বাধা দেয়। একই সঙ্গে দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদানের ঘটনাটিকে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ