ইরানে সাম্প্রতিক বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ
ইরানের ভেতর কাঁপানো সাম্প্রতিক বিক্ষোভে মোট ৩,১১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার।
বুধবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন এই তথ্য প্রকাশ করে।
নিহতদের মধ্যে ২,৪২৭ জনকে ‘শহীদ’ এবং ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ‘শহীদ’ তালিকায় সাধারণ বেসামরিক আন্দোলনকারীসহ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও অন্তর্ভুক্ত।
ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর পৌরজামশিদিয়ান বলেন, “যারা বিক্ষোভে সন্ত্রাস চালিয়েছে, সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে— তাদের ‘সন্ত্রাসী-দাঙ্গাবাজ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। শহীদদের সংখ্যা সন্ত্রাসী-দাঙ্গাবাজদের তুলনায় অনেক বেশি, যা প্রমাণ করে সরকার বিক্ষোভকারীদের প্রতি শুরু থেকে শেষ পর্যন্ত সহনশীল ও ধৈর্যশীল ছিল।”
তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার সংস্থাগুলোর হিসাব ভিন্ন। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত ৪,৫৬০ জন নিহত হয়েছে। অন্যদিকে, বিভিন্ন সূত্রে জানা গেছে, মৃত্যুর সংখ্যা ১৫,০০০ এর বেশি। গত ১৮ জানুয়ারি এক সরকারি কর্মকর্তা বলেছিলেন, বিক্ষোভে অন্তত ৫,০০০ জন প্রাণ হারিয়েছেন। তবে এই সংখ্যা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
বিক্ষোভের সূত্রপাত ঘটে গত ২৮ ডিসেম্বর, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে। মাত্র কয়েক দিনের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে, এবং তীব্রতা দিন দিন বৃদ্ধি পায়।
সরকার বিক্ষোভ দমন করতে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেছে, পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করেছে। এতদসত্ত্বেও, ব্যাপক দমন-পীড়নের পরও কিছু অঞ্চলে বিক্ষোভ-উত্তেজনা প্রশমন করা সম্ভব হয়েছে।
সূত্র: এপি



























