অস্ট্রেলিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৩
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এ ছাড়া আরেকজন পুরুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, হামলাকারীকে ধরতে সিডনি থেকে প্রায় ৬১১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত লেক কারজেলিগো শহরে অভিযান চালানো হচ্ছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার অনুরোধ করা হয়েছে।
দ্য সিডনি মর্নিং হেরাল্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি গৃহস্থালি সহিংসতার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন একজন বন্দুকধারী অস্ত্রসহ শহরের ভেতরে অবস্থান করছেন বলে মনে করছে পুলিশ।
উল্লেখ্য, গত মাসে সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে পৃথক এক বন্দুক হামলায় ১৫ জন নিহত হন, যা গত কয়েক দশকের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় গোলাগুলির ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। তার মাত্র এক মাসের মাথায় নিউ সাউথ ওয়েলস রাজ্যে আবারও এমন সহিংস হামলার ঘটনা ঘটল।
নিউ সাউথ ওয়েলস রাজ্য অস্ত্র ব্যবহারের দিক থেকে অস্ট্রেলিয়ায় তুলনামূলকভাবে বেশি পরিচিত। আইন অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি আগ্নেয়াস্ত্র রাখতে পারেন। তবে অস্ত্রের লাইসেন্স পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে একটি ‘গান ক্লাব’-এর সদস্য হতে হয়।



























