মাগুরায় এনসিপি নেতাকে প্রাণনাশের হুমকি
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিএম ফররুখ আহমেদকে হাত-পা কেটে নেওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকিমূলক বার্তা পাঠানো হয়। পরে একই নম্বর থেকে ফোন করেও তাকে ভয়ভীতি দেখানো হয়।
বিএম ফররুখ আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ৫৪ মিনিটে তার হোয়াটসঅ্যাপে একটি সংক্ষিপ্ত বার্তা আসে, যেখানে লেখা ছিল— “আপনার মনে হয় সময় কাছাই আসছে।” এর কিছুক্ষণ পর ওই নম্বর থেকেই ফোন করে বলা হয়— “মাগুরাতে ফিরলে হাত-পা কেটে নেওয়া হবে।”
তিনি আরও জানান, তার গ্রামের বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায়। গত জুলাইয়ে চলমান আন্দোলনের সময় তিনি ঢাকার আশুলিয়া এলাকা থেকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। বর্তমানে ঢাকায় অবস্থান করলেও নিয়মিতভাবে মাগুরা জেলা নাগরিক কমিটির সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
হুমকির পেছনের কারণ সম্পর্কে বিএম ফররুখ আহমেদ বলেন, অতীতে তিনি ভিপি নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে আদর্শিক ও নীতিগত বিভেদের কারণে পরে তিনি এনসিপিতে যোগ দেন। এ নিয়ে গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। তার ধারণা, সেই বিরোধ থেকেই কেউ এই প্রাণনাশের হুমকি দিতে পারে।
প্রাণনাশের হুমকি পাওয়ার বিষয়টি তিনি ইতোমধ্যে মাগুরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে অবহিত করেছেন। পাশাপাশি খুব শিগগিরই আইনগত সহায়তা নেওয়া হবে বলেও তিনি জানান।



























