মাদারীপুরে সংঘর্ষে জড়াল কিশোর গ্যাংয়ের ২ গ্রুপ, ককটেল বিস্ফোরণ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে বটতলা ও সবুজবাগ এলাকার কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক আটটার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে একের পর এক ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয় এবং পরিস্থিতি বেগতিক দেখে অনেক ব্যবসায়ী দ্রুত দোকান বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কিশোর গ্যাংয়ের দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে থানা পুলিশ, সেনাবাহিনী, র্যাবের সদস্যরা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



























