মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক
রাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। একই ঘটনায় ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকের স্ত্রীকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীর নাম রওশন আরা (৫০)। তার স্বামী গোলাম কিবরিয়া কামাল (৫৫), যিনি সাংবাদিকতায় কামাল মালিক নামে পরিচিত। তিনি বর্তমানে স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদ-এর উপসম্পাদক হিসেবে কর্মরত।
শুক্রবার সন্ধ্যার পর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে হাসপাতালে আনার আগেই মৃত পাওয়া যায়। তার গলায় একটি কাপড় প্যাঁচানো ছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে।
তিনি আরও জানান, সাংবাদিক কামাল মালিকের হাত ও পায়ে গুরুতর জখম রয়েছে এবং তিনি ড্যামফিক্স পান করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজীউর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় মেঝেতে রওশন আরার মরদেহ পড়ে আছে এবং বিছানায় আহত অবস্থায় ছিলেন কামাল মালিক। ঘটনার সময় বাসায় আর কেউ উপস্থিত ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



























