মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১৫:৪৫, ৬ মে ২০২৫

আমাদের প্রয়োজন অংশীদার, উপদেশদাতা নয়: জয়শঙ্কর

আমাদের প্রয়োজন অংশীদার, উপদেশদাতা নয়: জয়শঙ্কর
সংগৃহীত

কাশ্মিরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভারতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

 

রবিবার (৪ এপ্রিল) ‘আর্কটিক সার্কেল ইন্ডিয়া ফোরাম’-এ দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “আমরা বিশ্বে সহযোগী খুঁজি, উপদেশদাতা নয়। বিশেষ করে যারা নিজেরা যা করে না, তা অন্যদের উপদেশ দেয়, তাদের তো নয়ই।”

 

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পেহেলগামের বৈসরণ তৃণভূমিতে লস্কর-ই তৈয়বার উপশাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ সশস্ত্র হামলা চালায়। এতে অন্তত ২৬ জন পুরুষ পর্যটক নিহত হন এবং আরও অনেকে আহত হন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। ভারত এ হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে বিভিন্ন কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করে, যার মধ্যে রয়েছে সিন্ধু নদ-সংক্রান্ত পানিবণ্টন চুক্তি স্থগিতকরণ। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের জন্য স্থল ও আকাশসীমা বন্ধসহ নানা পদক্ষেপ নিয়েছে।

এই ঘটনার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে।

 

বক্তব্যে ইউরোপীয় দেশগুলোর কৌশলগত নির্ভরশীলতার বিষয়েও তীব্র সমালোচনা করেন জয়শঙ্কর। তিনি বলেন, “কৌশলগত স্বায়ত্তশাসন ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্ব পাওয়া কঠিন। অথচ ইউরোপ নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র, জ্বালানির জন্য রাশিয়া এবং বাণিজ্যের জন্য চীনের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা বিশ্ব রাজনীতিতে ঝুঁকিপূর্ণ।”

 

তিনি সতর্ক করে বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় পরিস্থিতি যে কোনো সময় আমূল বদলে যেতে পারে, তাই আত্মনির্ভরতা ও অংশীদারিত্বই দীর্ঘমেয়াদে টিকে থাকার চাবিকাঠি।

সম্পর্কিত বিষয়: