হাদির ওপর হামলা: মোটরসাইকেল নম্বর শনাক্তে ভুল, যেভাবে রিমান্ডে হান্নান
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনাক্ত করা সেই মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তথ্য উদ্ধারের জন্য ৩ দিনের রিমান্ডও মঞ্জুর করেন আদালত। এখন দেখা যাচ্ছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর শনাক্তে ভুল করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু নম্বর নয়, মোটরসাইকেলের মডেলও ওলটপালট হয়েছে।
আজ বুধবার হান্নানের রিমান্ড শেষ হওয়ার কথা। তবে এরই মধ্যে সামনে এসেছে এই গরমিল। মূলত হত্যাচেষ্টার অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটির সঙ্গে হান্নানের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরের শেষ ডিজিটে গরমিল হয়।
হান্নানের মোটরসাইকেলের নম্বর হলো: ঢাকা মেট্রো ল ৫৪-৬৩৭৫, কিন্তু অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো ল ৫৪-৬৩৭৬। নম্বরের শেষে ৬-এর জায়গায় ৫ শনাক্তে এমন গরমিল হলো তদন্তে।
সূত্র: চরচা



























