বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ১৭ ডিসেম্বর ২০২৫

বি‌কেল থে‌কে বস‌তে শুরু কর‌বে ডিএম‌পির চেক‌পোস্ট

বি‌কেল থে‌কে বস‌তে শুরু কর‌বে ডিএম‌পির চেক‌পোস্ট
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও এলাকায় এসব চেকপোস্ট কার্যক্রম শুরু করা হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মহানগর এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে ডিএমপি নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ বিকেল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, ডিএমপির বিভিন্ন বিভাগের আওতাধীন যেসব স্থানে চেকপোস্ট বসানো হবে, সেগুলো হলো—

রমনা বিভাগ :বসিলা
লালবাগ বিভাগ : বাবুবাজার
ওয়ারী বিভাগ: পোস্তগোলা ব্রিজ
মতিঝিল বিভাগ:;বাসাবো রাস্তা (কমলাপুর)
মিরপুর বিভাগ: গাবতলী
গুলশান বিভাগ: ৩০০ ফিট এলাকা
উত্তরা বিভাগ: আব্দুল্লাহপুর ব্রিজ
কামারপাড়া: ধৌড় ব্রিজ

অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্ট

মাতুয়াইল ইউ-লুপ

স্টাফ কোয়ার্টার

ডিএমপি জানিয়েছে, এই চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা প্রতিরোধ করা হবে।

জনপ্রিয়