সোমবার ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৩, ১০ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধু সেতুতে এক দিনে ৩ কোটি ৩০ টাকার টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে এক দিনে ৩ কোটি ৩০ টাকার টোল আদায়
বঙ্গবন্ধু সেতু

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৭৫৫টি যানবাহন পারাপার হয়েছে। এতেকরে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩০ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা।

বুধবার (১০ এপ্রিল) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, টাঙ্গাইলের সেতু অংশে ৩৩ হাজার ১৩১টি যানবাহন উত্তরবঙ্গে প্রবেশ করেছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫৫০ টাকা।

এছাড়া সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১৪ হাজার ৬২৪টি যানবাহন ঢাকার দিকে প্রবেশ করেছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৪ লাখ ২০ হাজার ৮৫০ টাকা।

তিনি আরও বলেন, তারমধ্যে রয়েছে, বাস ১২ হাজার ৯২৬টি, ট্রাক ৭ হাজার ৯২০টি, মোটরসাইকেল ৯ হাজার ৩২৪টি, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন রয়েছে ১৭ হাজার ৫৮৫টি বলে ও জানান তিনি।

আ/ম

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়