রোববার ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৭, ১৯ অক্টোবর ২০২৫

শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকদের ভুখা মিছিল আজ

শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকদের ভুখা মিছিল আজ
ছবি: সংগৃহীত

২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপনসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা এবার থালা-বাটি হাতে “ভুখা মিছিল” করার ঘোষণা দিয়েছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শনিবার (১৮ অক্টোবর) এ ঘোষণা দেন।

তিনি জানান, রোববার দুপুর ১২টায় শহীদ মিনার থেকে ভুখা মিছিল বের হয়ে শিক্ষা ভবনের সামনে গিয়ে শেষ হবে। এ সময় তিনি সকল শিক্ষক-কর্মচারীদের উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

গত কয়েকদিন ধরে শিক্ষকরা উক্ত দাবিগুলো আদায়ের লক্ষ্যে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।

জনপ্রিয়