শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতার হার মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম দুই হাজার টাকা) নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে, মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাতাসহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত ১২ অক্টোবর (রোববার) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেন।
সারা দেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী ওই কর্মসূচিতে অংশ নিলেও বেশিক্ষণ থাকতে পারেননি তারা। পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ওই ঘটনার পর পরদিন (১৩ অক্টোবর, সোমবার) থেকে এমপিওভুক্ত শিক্ষকরা সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।
যদিও সরকারের পক্ষ থেকে ৫ শতাংশ বাড়িভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে, শিক্ষক নেতারা তা অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন। তাদের দাবি, সরকারের পক্ষ থেকে
২০ শতাংশ বাড়িভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা, এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে।
এরই ধারাবাহিকতায়, আজ (১৯ অক্টোবর) দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে তারা খালি থালা ও প্লেট হাতে নিয়ে এই মিছিলে অংশ নেবেন।