লটারিতে ৬৪ জেলায় নতুন এসপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে প্রত্যাহার করা হয়েছে এবং ৫১ জনকে নতুন দায়িত্বে রদবদল করা হয়েছে।
গত সোমবার (২৪ নভেম্বর) লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপারদের পদে নিয়োগ দেওয়া হয়। লটারি প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা, এ আয়োজন করা হয়েছিল।
এরপর বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য সরকারিভাবে জানানো হয়।
নতুন এসপিদের তালকা দেখতে ক্লিক করুন এখানে...



























