এবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আগুন
রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালের একটি অংশে বুধবার (২৬ নভেম্বর) আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই ৭টি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় আগুন লেগেছে। তবে আগুন লাগার সঠিক কারণ ও কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ করে শাহবাগের ফুটওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।



























