বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর বাংলাদেশের ঢাকা
জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের প্রকাশিত ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নতুন সংযোজন। জনসংখ্যার ভিত্তিতে বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরের তালিকায় উঠে এসেছে ঢাকা। শহরটিতে বসবাস করছে প্রায় ৩৬.৬ মিলিয়ন মানুষ।
তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার জনসংখ্যা ৪১.৯ মিলিয়ন। আর তৃতীয় স্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও, যেখানে বসবাস করছে ৩৩.৪ মিলিয়ন মানুষ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে ঢাকার অবস্থান ছিল নবম। গত এক দশকে ধারাবাহিক জনসংখ্যা বৃদ্ধির ফলে শহরটি দ্রুত উপরে উঠে এসে এখন দ্বিতীয় স্থানে পৌঁছেছে।
প্রতিবেদনটি ঢাকার ভবিষ্যৎ সম্পর্কেও গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছে। বর্তমান জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের সর্ববৃহৎ শহরে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ।
বিশ্বে বর্তমানে ১০ মিলিয়নের বেশি জনসংখ্যা রয়েছে এমন মেগাসিটির সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টি। শীর্ষ দশ মেগাসিটির মধ্যে নয়টিই এশিয়ায় অবস্থিত। এদের মধ্যে উল্লেখযোগ্য: ভারতের নয়াদিল্লি ৩০.২ মিলিয়ন, চীনের সাংহাই ২৯.৬ মিলিয়ন, ভারতের কলকাতা ২২.৫ মিলিয়ন।



























