বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:২৭, ২৭ নভেম্বর ২০২৫

নেসলে ও মেঘনা গ্রুপের প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নেসলে ও মেঘনা গ্রুপের প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবি: সংগৃহীত

নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, আমদানি ও বাজারজাতের অভিযোগে নেসলে বাংলাদেশ এবং মেঘনা গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নিরাপদ খাদ্য আদালত।

সোমবার দুটি পৃথক মামলায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথী এ আদেশ দেন।

মামলা দুটির বাদী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল হাসান জানান, আদালত নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দিপাল আবে বিক্রমা এবং প্রতিষ্ঠানটির পাবলিক পলিসি ম্যানেজার রিয়াসাদ জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন। অভিযোগ—বাংলাদেশের বাজারে ‘নিম্নমানের’ কিটক্যাট চকলেট সরবরাহ করা হয়েছে।

আরেক মামলায় ‘সালফার ডাই অক্সাইড সমৃদ্ধ’ নিম্নমানের চিনি উৎপাদনের দায়ে মেঘনা সুগার রিফাইনারির কর্ণধার ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান–ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

চিনি উৎপাদনকারী মেঘনা সুগার রিফাইনারি মেঘনা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, যার পণ্যে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পাওয়া যাওয়ায় এ মামলা করা হয়।

জনপ্রিয়