বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫, ২৬ নভেম্বর ২০২৫

ভারতে মার্করামের বিশ্ব রেকর্ড

ভারতে মার্করামের বিশ্ব রেকর্ড
ছবি: সংগৃহীত

ভারত সফরে ২৫ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ঐতিহাসিক এই সাফল্যে সবচেয়ে উজ্জ্বল নাম প্রোটিয়া তারকা এইডেন মার্করাম। গুয়াহাটি টেস্টে তিনি ফিল্ডার হিসেবে নেন ৯টি ক্যাচ—যা টেস্ট ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচের নতুন বিশ্ব রেকর্ড।

ব্যাট হাতে তেমন উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও (প্রথম ইনিংসে ৮১ বলে ৩৮, দ্বিতীয় ইনিংসে ৮৪ বলে ২৯), মাঠের বাইরে বল আকাশে উঠলেই যেন মার্করামের হাতেই এসে থেমেছে। ভারতের পতন হওয়া ২০ উইকেটের মধ্যে একাই ৯ উইকেটে ক্যাচ নিয়ে অবদান রাখেন তিনি।

এর আগে এক টেস্টে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডটি ছিল ভারতের আজিঙ্কা রাহানের। ২০১৫ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি নিয়েছিলেন ৮টি ক্যাচ। গুয়াহাটি টেস্টে রাহানেকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন মার্করাম।

মার্করাম ভারতের প্রথম ইনিংসে নেন ৫টি ক্যাচ, আর দ্বিতীয় ইনিংসে নেন ৪টি। শুধু তাই নয়, ভারতবিরোধী টেস্টে একজন ফিল্ডারের সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডটিও তার। সপ্তম ক্যাচটি নেয়ার মাধ্যমেই তিনি আগের সব রেকর্ড পেছনে ফেলেন।

বাংলাদেশের হয়ে টেস্টে এক ম্যাচে একজন ফিল্ডারের সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড যৌথভাবে সৌম্য সরকার ও সাদমান ইসলামের দখলে। ২০১৭ সালে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সৌম্য নেন ৫টি ক্যাচ। একই সংখ্যক (৫) ক্যাচ নেন সাদমান ইসলাম ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে।

সর্বোপরি, গুয়াহাটি টেস্টে এইডেন মার্করামের অসাধারণ ফিল্ডিংই তাকে তুলে নিয়েছে ইতিহাসের পাতায় নতুন উচ্চতায়।

জনপ্রিয়