দিনাজপুরে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের মাঠ চত্বরে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক জনি বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মা, গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সভাপতি মো. তৈয়বুর রহমান, গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, শিশু পরিষদের সভাপতি পলি কর্মকার প্রমুখ।
ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় তরুণ–তরুণীরা কমিউনিটির মধ্যে শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। তাদের এই সম্মিলিত উদ্যোগের অংশ হিসেবে ব্রেন টিউমারে আক্রান্ত এক শিশুর চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এই সহায়তা শুধু একজন শিশুর চিকিৎসায় অবদান রাখেনি, বরং শিশুদের অধিকার রক্ষায় তরুণদের প্রত্যক্ষ ও ইতিবাচক ভূমিকার একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ তৈরি করেছে।
এ সময় বক্তারা বলেন, শিশুরা বয়সে ছোট হওয়ায় তাদের পক্ষে নিজেদের দাবি তুলে ধরা কিংবা তা আদায়ের সক্ষমতা কম। তারা সংগঠিত হওয়ার সুযোগও পায় না। ভোটাধিকার না থাকায় তারা সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের ওপর নির্ভরশীল। অথচ এই প্রাপ্তবয়স্করাই তাদের অধিকার রক্ষা, সম্মান এবং পূরণের দায়িত্বে অঙ্গীকারবদ্ধ।
এসময় ক্যাম্পেইনে ৩০০ জন অভিভাবক, ছাত্রছাত্রী ও শিক্ষক উপস্থিত ছিলেন।



























