রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:৪২, ১৪ ডিসেম্বর ২০২৫

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর
ছবি: সংগৃহীত

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এ হামলায় আরও ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করে।

আইএসপিআরের বার্তায় জানানো হয়, শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত এবং ৮ জন আহত হন। হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ চলমান রয়েছে।

শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর এ নৃশংস হামলায় দেশজুড়ে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়