রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ১৪ ডিসেম্বর ২০২৫

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিনেমা স্টাইলে সাংবাদিকের ওপর হামলা

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিনেমা স্টাইলে সাংবাদিকের ওপর হামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

রোববার (১৪ ডিসেম্বর) এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, একজন যুবক দৌড়ে এসে এক সাংবাদিককে ধরতে চেষ্টা করেন এবং তাকে ঘুরিয়ে ফেলেন। পরে ওই যুবক দৌড়ে পালানোর সময় পুলিশ তাকে আটক করে। উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলাকারী যুবক এবং হামলার শিকার সাংবাদিকের বিষয়ে তাত্ক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে আজ সকাল ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ

জনপ্রিয়