শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:৫৫, ১৯ ডিসেম্বর ২০২৫

ডেইলি স্টার ভবনে আগুন, ভেতরে আটকা পড়েছেন অনেকেই

ডেইলি স্টার ভবনে আগুন, ভেতরে আটকা পড়েছেন অনেকেই
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত দৈনিক প্রথম আলো-এর প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার পর একই রাতে ফার্মগেট-এ অবস্থিত ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর প্রধান কার্যালয়েও হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ডেইলি স্টার কার্যালয়ে হামলার সময় ভবনের নিচতলায় অগ্নিসংযোগ করা হয়। এতে ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার কারণে ভবনের ছাদে কিছু কর্মী আটকা পড়ে আছেন বলে জানা গেছে। তারা নিরাপদে নিচে নামতে পারছেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ জনতা শাহবাগ এলাকা থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্থিত হয়। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে কিছু ব্যক্তি অফিস ভবনের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান এবং ভবনের সামনের অংশে অগ্নিসংযোগ করেন।

এরপর একই মিছিল ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার কার্যালয়ের দিকে অগ্রসর হয়ে সেখানে হামলা চালায় এবং ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয়।

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত করা যায়নি।

জনপ্রিয়