যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে একটি ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন সাবেক নাসকার রেসিং ড্রাইভার গ্রেগ বিফল।
কর্তৃপক্ষ জানায়, শার্লট শহরের উত্তরে স্টেটসভিল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি অবতরণের চেষ্টা করছিল, তখনই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে গ্রেগ বিফলের স্ত্রী ক্রিস্টিনা গ্রোসু বিফল ও তাদের দুই সন্তানও ছিলেন বলে জানান রিপাবলিকান কংগ্রেসম্যান রিচার্ড হাডসন।
দুর্ঘটনার তদন্তে দল পাঠানোর ঘোষণা দিয়েছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।
উল্লেখ্য, দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে গ্রেগ বিফল নাসকার কাপ সিরিজে ১৯টি রেস জিতেছিলেন এবং ২০২৩ সালে নাসকারের ‘৭৫ জন সেরা ড্রাইভার’-এর একজন নির্বাচিত হন।



























