রোববার ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ২১ ডিসেম্বর ২০২৫

সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন
ছবি: সংগৃহীত

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের জানাজা ঢাকার সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে সম্পন্ন হয়েছে। 

রোববার (২১ ডিসেম্বর) সকালে আয়োজিত এই জানাজায় তিন বাহিনী প্রধান উপস্থিত ছিলেন।

জানাজা শেষে শহীদ সেনা সদস্যদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রেস সচিব শফিকুল ইসলাম এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রতিনিধিরা ফুলেল শ্রদ্ধা জানান। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরবর্তীতে হেলিকপ্টারের মাধ্যমে শহীদদের মরদেহ নিজ নিজ জেলায় পাঠানো হবে। সেখানে ধর্মীয় ও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফনকার্য সম্পন্ন করা হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় একটি ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। একই ঘটনায় আরও ৯ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন।

আহত সেনা সদস্যদের কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইএসপিআর জানায়, বর্তমানে আহত সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।

জনপ্রিয়