দেরিতে আসায় জাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারালেন দেবস্মিতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে সময়মতো কেন্দ্রে উপস্থিত হতে না পারায় পরীক্ষায় অংশ নিতে পারেননি এক শিক্ষার্থী।
ঘটনাটি ঘটে রোববার (২১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন কেন্দ্রে।
পরীক্ষা দিতে না পারা ওই শিক্ষার্থীর নাম দেবস্মিতা গুহ রায়। তিনি যশোরের বাসিন্দা।
শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, যশোর থেকে ঢাকার পথে দীর্ঘ যানজটের কারণে তিনি নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে ব্যর্থ হন।
দেবস্মিতা জানান, তার পরীক্ষা ছিল প্রথম শিফটে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। তবে তিনি পরীক্ষা কেন্দ্রে পৌঁছান সকাল সাড়ে ১০টার দিকে।
নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ায় তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি।
এ বিষয়ে কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে নির্ধারিত সময়ের বাইরে কাউকে প্রবেশের সুযোগ দেওয়ার কোনো বিধান নেই। ফলে দেরিতে উপস্থিত হওয়ায় পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেন না।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকেই শুরু হয়েছে, যা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।



























