রোববার ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ২১ ডিসেম্বর ২০২৫

নির্বাচনে অংশ নিতে এ মাসেই পদত্যাগ অ্যাটর্নি জেনারেলের

নির্বাচনে অংশ নিতে এ মাসেই পদত্যাগ অ্যাটর্নি জেনারেলের
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

তিনি জানিয়েছেন, আগামী ২৮ ডিসেম্বর সরকারি পদ থেকে অব্যাহতি নিয়ে মনোনয়নপত্র জমা দেবেন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শৈলকুপা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। 

মো. আসাদুজ্জামান বলেন, বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন এবং ২৮ ডিসেম্বর থেকে দিন-রাত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও সন্ত্রাস নির্মূলই তার নির্বাচনী লক্ষ্য।    

অনুষ্ঠানে তিনি ভোটের জন্য ধর্মীয় বিষয়কে ব্যবহার করার অভিযোগ তুলে বলেন, জান্নাত-জাহান্নামের ফয়সালা মানুষের হাতে নয়। এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়