ডীন কমপ্লেক্সে তালা, ছয় ডীনের পদত্যাগ দাবি রাবি শিক্ষার্থীদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থী ৬জন ডীনের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ডীন কমপ্লেক্স ভবনের সামনে বিক্ষোভ করে৷ পরে, রবিবার ( ২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় তাদের পদত্যাগের দাবিতে ভবনটিতে তালা দিয়েছে শিক্ষার্থীরা।
এসময় তারা, 'ওয়ান টু থ্রি ফাের আওয়ামীলীগ নাে মাের', 'ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ', 'নারায়ে তাকবীর আল্লাহু আকবার সহ আরো অনেক স্লােগান দেয়৷
পদত্যাগের বিষয়ে সিনেট সদস্য এবং আইন বিভাগের শিক্ষার্থী আকিল বিন তালেব বলেন, বিপ্লবী প্রশাসনের কাছে আমরা সব সময় চেয়েছি যেন বিপ্লবের গতি অব্যাহত থাকে ও বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত হয়। ঢাকার মতো জায়গায় হাদি ভাই কে দিনের বেলা আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করেছে। জাতিসংঘের আইন অনুযায়ী আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়েছে। এরপরেও আমরা দেখছি আওয়ামী ফ্যাসিস্টদের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।
তিনি আরও বলেন,সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ অংশ ডিনস্ এর দায়িত্বপ্রাপ্ত ৬ জন কর্মকর্তা আওয়ামীলীগপন্থী। তারা তাদের দায়িত্বে থেকে আওয়ামী লীগের এজেন্ডা কার্যকর করার চেষ্টা করছে। তাদের মেয়াদ শেষ হলেও কেন তাদের অপসারণ করা হচ্ছে না? আমরা ডিনস্ এ তালা ঝুলিয়ে দিয়েছি। তাদের অপসারণ না হওয়া পর্যন্ত এই তালা খুলবে না। একই সাথে যারা তাদের প্রতি সুশীলতা দেখাচ্ছে তাদেরকেও পদত্যাগ করতে হবে। আর কোন ধরনের নমনিয়তা বা সুশীললতা দেখানো হবে না।



























