সোমবার ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ২২ ডিসেম্বর ২০২৫

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সব কার্যক্রম স্থগিত

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সব কার্যক্রম স্থগিত
ছবি: সংগৃহীত

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) হাইকমিশনের প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

দিল্লিতে বাংলাদেশ মিশনের সামনে টানিয়ে দেওয়া ওই নোটিশে এ সিদ্ধান্তের কারণে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) ও রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থী এক সংগঠনের ২০–২৫ জন সমর্থক বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা বাংলাদেশিদের ভারত ত্যাগের হুমকি দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

অন্যদিকে রোববার শিলিগুঁড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়।

জনপ্রিয়