পর্তুগালের ক্লাবে নাম লেখালেন সিলভা
চেলসি ও পিএসজির সাবেক তারকা থিয়াগো সিলভা ৪১ বছর বয়সেও থেমে নেই— ফেরালেন নতুন ঠিকানা, আর সেটি আবার তাঁর ক্যারিয়ারের শুরুর ক্লাব পোর্তো। পর্তুগিজ জায়ান্টরা ব্রাজিলিয়ান সেন্টার–ব্যাকের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ইউরোপে আলো ছড়িয়ে এবার সিলভা ফিরে এলেন সেই জায়গায়, যেখানে ২০০৪-০৫ মৌসুমে পোর্তো-বি দলের হয়ে প্রথম নিজের সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন। এরপর ডিনামো মস্কো, ফ্লামিনেন্স, এসি মিলান— সবশেষে পিএসজি হয়ে চেলসি; যেখানেই খেলেছেন, সেখানেই হয়ে উঠেছেন রক্ষণভাগের ভরসা।
মিলানের হয়ে সিরি–এ, পিএসজির হয়ে সাতটি লিগ শিরোপা এবং চেলসির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ— বর্ণাঢ্য ক্যারিয়ারে একের পর এক অর্জন যুক্ত করেছেন সিলভা। মোট শিরোপা সংখ্যা এখন ৩২।
ফ্লামিনেন্সে দুই মৌসুম কাটানোর পর এবার নতুন মিশন নিয়ে ফিরলেন পোর্তোতে। প্রিমিয়েরা লিগায় পাঁচ পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকা ক্লাবটি আরও একটি শিরোপার স্বপ্ন দেখছে— আর সেই স্বপ্ন পূরণে সিলভা হতে পারেন তাদের রক্ষণভাগের সেরা ভরসা।



























