সোমবার ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫, ২২ ডিসেম্বর ২০২৫

আগের ফর্মে ফেরত আসলাম : মিষ্টি জান্নাত

আগের ফর্মে ফেরত আসলাম : মিষ্টি জান্নাত
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত তারকা মিষ্টি জান্নাত আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। পর্দায় অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন আর স্পষ্টভাষী মন্তব্যের কারণেই বেশি শিরোনামে থাকার ইতিহাস রয়েছে তার। এবারও এর ব্যতিক্রম হলো না—সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিস্ফোরক পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে তোলপাড়।

সম্প্রতি নিজের ভেরিফায়েড পেজে মিষ্টি লিখেছেন, ‘ভদ্র ব্যবহারের কোনো মূল্য নেই এই সমাজে, তাই আবার আগের ফর্মে ফেরত আসলাম।’

তার এই হঠাৎ মেজাজ বদলের কারণ নিয়ে অনুসারীদের মনে কৌতূহল তৈরি হলেও নেটিজেনদের অনেকেই তার বক্তব্যকে সমর্থন করেছেন। কেউ লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘আপনার সিদ্ধান্ত সঠিক।’

এ ধরনের মন্তব্য এর আগেও করেছেন মিষ্টি জান্নাত। কয়েকদিন আগে আরেক পোস্টে তিনি নিজের ক্যারিয়ারকে ঘিরে নীতিগত অবস্থান স্পষ্ট করেন। তার মতে, ছোট চরিত্রে অভিনয় করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মান অক্ষুণ্ন রেখে প্রস্তাব ফিরিয়ে দেওয়াই প্রকৃত সাহসিকতা। কাজ কম হলেও আত্মসম্মানে ছাড় দিতে রাজি নন তিনি।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি তিনি পেশায় একজন দন্তচিকিৎসকও। তবে প্রায়শই তার মন্তব্য ও প্রকাশভঙ্গি ঘিরে বিনোদন অঙ্গনে বিতর্ক তৈরি হয়। এবার ‘ভদ্রতার মূল্য নেই’ বলে তিনি কাকে কিংবা কীকে উদ্দেশ করে ইঙ্গিত দিলেন, তা নিয়েই চলছে নতুন করে জল্পনা।

জনপ্রিয়