সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান উন্নয়নের পূর্বশর্ত: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান উন্নয়ন ও টেকসই সমাজের পূর্বশর্ত।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নীলক্ষেতে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) অডিটেরিয়ামে প্রজেক্ট ম্যানেজার ও এক্সিকিউটিভদের জন্য বিশেষ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. খালিদ বলেন, সমাজে কিছু মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে, তাই সরকার আইনশৃঙ্খলা বজায় রাখছে। তিনি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একতা ও সহযোগিতার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত নারী-শিশুদের উন্নয়নের মূল স্রোতধারায় আনার জন্য মন্দিরভিত্তিক ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প পরিচালনা করা হচ্ছে। প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
ড. খালিদ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বের ওপর জোর দেন এবং দলবাজি ও গ্রুপিংয়ের মানসিকতা পরিহারের আহ্বান জানান।
এ প্রশিক্ষণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইএমইডি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও সংশ্লিষ্ট প্রকল্পের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। জিওবির অর্থায়নে ৩৬৫ কোটি টাকায় দেশের ৭,৪০০টি মন্দিরে শিশু ও প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্র পরিচালনা করা হচ্ছে।



























