‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার আগারগাঁওয়ের ইসি ভবনে ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, পূর্বের ২৫ ডিসেম্বরের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। তিনি বলেন, যেসব ভোটার এখনো নিবন্ধন করেননি, তারা নতুন সময়ের মধ্যেই আবেদন করতে পারবেন।
আগামী শনিবার নমিনেশন–সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন করতে তফসিলভুক্ত ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।
ইসি সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সোয়া ৫টা পর্যন্ত ৬ লাখ ৮১ হাজার ৬০ জন ভোটার পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন। ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো শুরু হয়েছে। গত পাঁচ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ১ লাখ ৬৮ হাজার ৯০০ ব্যালট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।



























