শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫, ২৭ ডিসেম্বর ২০২৫

নির্বাচিত সরকারকে দায়িত্ব বুঝিয়ে দেবে অন্তর্বর্তী সরকার

নির্বাচিত সরকারকে দায়িত্ব বুঝিয়ে দেবে অন্তর্বর্তী সরকার
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ এবং কারও পক্ষে অবস্থান করে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছেই তারা দায়িত্ব হস্তান্তর করবে।

শনিবার সকালে ভোলায় ‘ভোটের গাড়ি ক্যারাভান’-এর যাত্রা শুরুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “২০০৮ সালের পর দেশে সত্যিকার অর্থে কোনো নির্বাচন হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে আমরা একটি অংশগ্রহণমূলক, উৎসবমুখর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে পরিণত করতে চাই। সব রাজনৈতিক দল এতে অংশ নেবে বলে আমাদের আশা।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “দেশের অবস্থা একদম তলানিতে নেমে গিয়েছিল, সেখান থেকে টেনে তুলতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। এবারের নির্বাচনে মানুষ যেন নিজ ইচ্ছেমতো ভোট দিতে পারে—এটাই আমাদের লক্ষ্য। এই সরকার কারও পক্ষে নয়।”

তিনি পুনরায় উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছেই দায়িত্ব বুঝিয়ে দেবে অন্তর্বর্তীকালীন সরকার।

অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়