মৎস্য উপদেষ্টা
চিংড়ি রফতানিতে আন্তর্জাতিক মান ও পদ্ধতি অনুসরণ করতে হবে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশের চিংড়ির স্বাদ ও মান বিশ্বব্যাপী স্বীকৃত, তবে আন্তর্জাতিক বাজারে রফতানিকারক ও উৎপাদনকারীদের আন্তর্জাতিক মান ও পদ্ধতি অনুসরণ করতে হবে।
শনিবার সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন ও আড়ৎ মালিকগণের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ভারতসহ বাইরের দেশ থেকে অবৈধভাবে পণ্য আনা চলবে না, কারণ এতে সরকারের রাজস্ব ক্ষতি হয় এবং ব্যবসায়ীরাও ন্যায্য লাভ পান না।
বিদ্যুৎ প্রসঙ্গে তিনি জানান, মৎস্য খাত এখনও কৃষিখাতের মতো ভর্তুকিযুক্ত বিদ্যুৎ সুবিধা পাচ্ছে না, তবে শিগগিরই ২০ শতাংশ সুবিধা নিশ্চিত হবে।



























