সন্ত্রাসীরা যেন পালিয়ে যেতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত দিয়ে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন পালিয়ে যেতে না পারে—এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার বিজিবি দিবস–২০২৫ উপলক্ষে পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে আরও পেশাদার ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহতদের প্রতি সম্মান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি একটি গৌরবময় ‘ত্রিমাত্রিক বাহিনী’ হিসেবে সীমান্ত সুরক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও অবৈধ পণ্য পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
চোরাকারবারি বা মাদক পাচারের সঙ্গে জড়িত কোনো কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারের নির্দেশ দেন।
বক্তব্যের শেষে তিনি ‘চেইন অব কমান্ড’-এর প্রতি আনুগত্য বজায় রেখে দেশের সীমান্ত রক্ষায় বিজিবির গৌরবময় ভূমিকা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।



























