দুর্নীতি ও পরিবেশ দূষণের বিরুদ্ধে তরুণদের সক্রিয় হতে হবে : মৎস্য উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার দুর্নীতি, পরিবেশ দূষণ এবং অস্বাস্থ্যকর অভ্যাসের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
উপদেষ্টা আজ শনিবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আশা ইউনিভার্সিটি বাংলাদেশের (এএসএইউবি) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে আচার্যের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, তরুণ প্রজন্মের জন্য দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা করা একটি বড় দায়িত্ব। দুর্নীতি, পরিবেশ দূষণ ও অস্বাস্থ্যকর অভ্যাসের বিরুদ্ধে তরুণদের সচেতন ও সক্রিয় থাকতে হবে। আগামী প্রজন্মের জন্য দেশকে সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ রাখা আমাদের সবার কর্তব্য।
উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে। ধূমপান ও তামাকের ব্যবহার মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অনেক তরুণ-তরুণী মনে করে সিগারেট বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করলে তারা স্মার্ট বা আধুনিক দেখাবে, কিন্তু বাস্তবে এগুলো হৃদরোগ, ক্যান্সারসহ নানা জটিল রোগের কারণ।
তিনি জানান, সম্প্রতি ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে একটি আইন প্রণয়ন করা হয়েছে, যা সবার জন্য বাধ্যতামূলকভাবে পালন করতে হবে।
পরিবেশ দূষণের প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পকারখানা থেকে নির্গত বর্জ্য শীতলক্ষ্যা নদী হয়ে মেঘনায় গিয়ে পড়ছে। এর ফলে ইলিশ মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়ছে। নদী দূষণ রোধ করা শুধু সরকারের দায়িত্ব নয়; এ ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, গবেষণায় দেখা যাচ্ছে ইলিশ মাছের দেহে মাইক্রোপ্লাস্টিক, লেড ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর উপাদান পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।



























