সিনেমায় নিশো-মেহজাবীন
নাটকের পর্দায় যাদের রসায়ন মানেই দর্শকের বাড়তি আগ্রহ—সেই আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে আবার একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। দীর্ঘ বিরতির পর অবশেষে বড় পর্দায় এই জনপ্রিয় জুটির পুনর্মিলনের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ নিশো ও মেহজাবীনকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে সংশ্লিষ্ট মহলের মতে প্রজেক্টটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই বড় পরিসরে বিস্তারিত জানানো হতে পারে।
এর আগে ভিকি জাহেদের নির্মিত ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এ এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানে তাদের অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং নতুন করে আলোচনায় এনেছিল এই জুটিকে।
বর্তমানে আফরান নিশো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার কাজ শেষ করেছেন। অন্যদিকে মেহজাবীন চৌধুরী ব্যস্ত সময় কাটাচ্ছেন শিহাব শাহীনের পরিচালনায় একটি ওয়েব সিরিজের শুটিং নিয়ে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।



























