শনিবার ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

স্পেশাল করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫২, ২৪ জানুয়ারি ২০২৬

রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর!

রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর!
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন চৌধুরী (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে এবং হেলপারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এতে ওই ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। 

নিহত ব্যবসায়ী জাকির হোসেন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার তেলপারৈই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি জমি ব্যবসা করতেন এবং যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বসবাস করতেন।

নিহত জাকির হোসেনের পরিবারের বরাতে জানা যায়, সকালে বাবার এক ব্যবসায়িক অংশীদারের ফোনে খিলগাঁও যাওয়ার কথা ছিল। সে কারণে বাবা বাসা থেকে বের হন। পরে জানতে পারি, বাসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

খিলগাঁও থানা পুলিশ সূত্র মতে, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোহ শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে সাকুরা পরিবহণের বাসটি জব্দ এবং সংশ্লিষ্ট হেলপারকে আটক করেছে পুলিশ। তবে বাসচালক কৌশলে পালিয়ে যায়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

সর্বশেষ