গ্র্যান্ড স্লামে নতুন ইতিহাস লিখলেন জোকোভিচ
নতুন ইতিহাসের পাতায় নিজের নাম আরও গাঢ় করে লিখলেন নোভাক জোকোভিচ। গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ ম্যাচ জয়ের অনন্য মাইলফলক স্পর্শ করলেন সার্বিয়ান এই কিংবদন্তি টেনিস তারকা।
শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে এই কীর্তি গড়েন জোকোভিচ। রড লেভার এরেনায় তিনি ৬-৩, ৬-৪, ৭-৬ (৪) গেমে হারান নেদারল্যান্ডসের বোতিচ ফন ডে জান্দশুলপকে। দুই ঘণ্টা ৪৪ মিনিটের লড়াই শেষে নিশ্চিত হয় ঐতিহাসিক এই জয়।
ম্যাচের প্রথম দুই সেটে দাপুটে পারফরম্যান্সে সহজ জয় তুলে নেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জোকোভিচ। তবে তৃতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন প্রতিপক্ষ। সেটটি গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত প্রতিপক্ষের একাধিক আনফোর্সড এররের সুযোগ কাজে লাগিয়ে সেট ও ম্যাচ নিজের করে নেন জোকোভিচ।
এই জয়ের মাধ্যমে মেলবোর্ন পার্কে শেষ ষোলো নিশ্চিত করেছেন জোকোভিচ। ৩৮ বছর বয়সেও টুর্নামেন্টে টিকে থাকা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় তিনি। দশবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন পরের রাউন্ডে মুখোমুখি হবেন ইয়াকুব মেনসিক ও ইথান কুইনের মধ্যকার ম্যাচের বিজয়ীর সঙ্গে।



























