মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৬:০৬, ২১ আগস্ট ২০২৪

সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রসচিবের সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতের

সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রসচিবের সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতের
সংগৃহীত

মাসুদ বিন মোমেন পররাষ্ট্রসচিব এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত কাও সো মো। সাক্ষাতে তারা রোহিঙ্গা ইস্যুসহ মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার (২০ আগস্ট) পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্রসচিবের সঙ্গে গত ৪ আগস্ট মিয়ানমারের নতুন রাষ্ট্রদূতের প্রথম সৌজন্য সাক্ষাতের নির্ধারিত তারিখ ছিল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি চলছিল সেজন্য সৌজন্য সাক্ষাৎ স্থগিত করা হয়। স্থগিত হওয়া সৌজন্য সাক্ষাৎটি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে থাকা এক কর্মকর্তা জানান, মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ানমারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্রসচিবকে জানিয়েছেন। আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে মিয়ানমারের বর্তমান সেনা শাসক যেসব অঞ্চলের দখল হারিয়েছে, সেগুলো তারা শিগগিরই নিয়ন্ত্রণে নিতে পারবেন বলে অভিমত প্রকাশ করেন। এর বাহিরে রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন আলাপ-আলোচনা হয়েছে।প্রসঙ্গত, জুলাইয়ের শুরুর দিকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত কাও সো মো।
 

জনপ্রিয়