রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪

দেশে ফেরানো হচ্ছে হাইকমিশনার সাইদা মুনাকে

দেশে ফেরানো হচ্ছে হাইকমিশনার সাইদা মুনাকে
সাইদা মুনা তাসনীম

যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীমকে ফেরানো হচ্ছে ঢাকায়। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাকে অবিলম্বে ঢাকায় সদরদপ্তরে ফিরতে বলা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের রদবদলের অংশ হিসাবে আওয়ামী লীগ সরকারের সময়কার এই দূতকে ফেরানো হচ্ছে বলে জানা গেছে।

তিনি ২০১৮ সালের নভেম্বর থেকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসছেন।

এর আগে থাইল্যান্ডে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন বিএসএস পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের চৌকস এই কর্মকর্তা।

রাষ্ট্রদূত হওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ ও বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক লন্ডন হাই কমিশন ও নিউ ইয়র্কে জাতিসংঘ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন সাইদা মুনা।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ