শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:০৩, ২২ জানুয়ারি ২০২৫

মালয়েশিয়ায় ১৮ হাজার কর্মী পাঠানোর চেষ্টা চলছে : সচিব

মালয়েশিয়ায় ১৮ হাজার কর্মী পাঠানোর চেষ্টা চলছে : সচিব
সংগৃহীত

আবারও দ্বিতীয় দফায় কলিং ভিসায় আগামী মার্চ বা এপ্রিলের মাসের মধ্যেই মালয়েশিয়ায় ১৮ হাজার কর্মী পাঠানোর জন্য সরকার চেষ্টা করছে  বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন।

বুধবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, সম্প্রতি আমাদের পক্ষ থেকে হাইকমিশনে একটি কমিটি করা হয়েছে। এই কমিটির নিয়ন্ত্রণে দুইটা বৈঠক হয়েছে। এই বৈঠক থেকে একটা অগ্রগতি হয়েছে যে, কী পদ্ধতিতে তারা যাবেন, যেন কর্মীরা হয়রানির শিকার না হয়। আমরা আশা করছি যে, এই ফেব্রুয়ারির শেষে আরেকটা বৈঠক হবে। আমাদের তরফ থেকে যা যা তথ্য দেওয়া দরকার, তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, উনারাও আমাদেরকে উনাদের তথ্যগুলো শেয়ার করেছেন। আমাদের থেকে মোটামুটি যেভাবে এপ্রোচ করেছি, উনারা নীতিগতভাবে অনেক জিনিসই মেনে নিয়েছেন। তবে এখনও সবকিছু ফাইনাল হয়নি। আমরা প্রস্তাব দিয়েছি। উনারা সেটি এপ্রুভ করবেন, উনাদের মন্ত্রণালয়ে এই বিষয়ে কথা বলবেন। তারপর চূড়ান্ত হবে। তবে তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন।

তিনি আরও বলেন, এখন পদ্ধতি নিয়ে কথা বলব না। পদ্ধতির বিষয়ে আমাদের বক্তব্য আছে, সেটা আমরা দিয়েছে। উনারা সেটা শুনেছেন। তারা তাদের মন্ত্রণালয়ে আলোচনা করবেন। উনাদের মিনিস্টার লেভেলে আলোচনা করে আমাদের জানাবেন। যেহেতু এখনো সেটা ফাইনাল হয়নি, এজন্য একদম ডিটেইলস আমরা আপনাদেরকে বলছিনা। তবে এইটুকু আশ্বস্ত করছি, উনাদের সঙ্গে আমাদের ধারাবাহিক যোগাযোগ আছে এবং দুইটা ফরমাল মিটিং হয়েছে। সেখানে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে, ধাপে ধাপে প্রক্রিয়া সমাধান করা হবে।