বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:৩৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আজ পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত
ফাইল ছবি

আজ (শুক্রবার) সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। 

 

এ উপলক্ষে শনিবার সরকারি ছুটি থাকবে।

এই রাতে মসজিদগুলোতে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন।

সম্পর্কিত বিষয়: