রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:৩৯, ২৫ মে ২০২৫

পুলিশ সদস্য পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকুন:পুলিশ হেডকোয়ার্টার্স

পুলিশ সদস্য পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকুন:পুলিশ হেডকোয়ার্টার্স
সংগৃহীত

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণার একাধিক অভিযোগ পাওয়া গেছে। একটি সংঘবদ্ধ প্রতারকচক্র পুলিশের পদস্থ কর্মকর্তাদের নাম, ছবি ও পদবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

রবিবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

 

পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতারকচক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল ফোন এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। কখনও তারা পুলিশের সদস্য বা অফিসার পরিচয়ে জরুরি মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করছে, আবার কখনও চাকরি দেওয়ার নামেও প্রতারণা করছে।

 

বাংলাদেশ পুলিশ সবাইকে এই প্রতারকচক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সন্দেহজনক কোনো যোগাযোগ পেলে নিকটস্থ থানায় বা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ তাৎক্ষণিকভাবে জানাতে বলা হয়েছে।

 

পুলিশ জানায়, ইতোমধ্যে এসব প্রতারকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সাইবার ক্রাইম ইউনিট ও গোয়েন্দা বিভাগ এ বিষয়ে তৎপর রয়েছে।

 

এ ধরনের ঘটনায় আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তথ্যপ্রযুক্তি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট রায়হান হোসেন বলেন, "ভুয়া পরিচয়ে প্রতারণা ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ। সাধারণ মানুষকে আরও ডিজিটাল সচেতন হতে হবে।"

 

বাংলাদেশ পুলিশ সকলের সহযোগিতা কামনা করে বলেছে, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত বিষয়: