শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৫:১৯, ১৯ জুলাই ২০২৫

হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ
সংগৃহীত

নুহাশপল্লীতে নানা আয়োজনে স্মরণ বাংলা সাহিত্যের নন্দিত কথাশিল্পী, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিনটি স্মরণে গাজীপুরের নুহাশপল্লীতে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি।

 

নুহাশপল্লীর তত্ত্বাবধায়ক সাঈফুল ইসলাম জানান, প্রতি বছরের মতো এবারও হুমায়ূন আহমেদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন এবং দুই পুত্র নিষাদ ও নিনিত হুমায়ূন নুহাশপল্লীতে উপস্থিত হয়েছেন।

 

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্ম নেওয়া হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে এক নতুন ধারার সূচনা করেন। তাঁর প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশিত হয় ১৯৭২ সালে, যা পাঠকপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় তাঁকে। এরপর ‘শঙ্খনীল কারাগার’, ‘মধ্যাহ্ন’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘দেয়াল’, ‘এইসব দিনরাত্রি’, ‘হিমু’, ‘মিসির আলী’ ও ‘শুভ্র’ চরিত্রনির্ভর অসংখ্য উপন্যাস তাঁকে এনে দেয় জনপ্রিয়তার তুঙ্গে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক থাকাকালেই লেখালেখি শুরু করেন তিনি। পরবর্তীতে নাটক ও চলচ্চিত্র নির্মাণে সম্পৃক্ত হন পুরোপুরি। তাঁর নির্মিত চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, ‘দুই দুয়ারী’, ‘শ্রাবণ মেঘের দিন’ ও ‘ঘেঁটুপুত্র কমলা’ প্রভৃতি জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

 

হুমায়ূন আহমেদের সাহিত্যচর্চার পেছনে ছিল পারিবারিক অনুপ্রেরণা। তাঁর বাবা ফয়েজুর রহমান ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং শহীদ মুক্তিযোদ্ধা। মা আয়েশা ফয়েজ লিখেছেন আত্মজীবনীগ্রন্থ ‘জীবন যে রকম’। ভাই অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীব সাহিত্য ও শিল্পকলায় স্ব স্ব ক্ষেত্রে সমানভাবে খ্যাতিমান।

বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার স্বীকৃতিস্বরূপ হুমায়ূন আহমেদ পেয়েছেন একুশে পদক (১৯৯৪), বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), জাতীয় চলচ্চিত্র পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কারসহ বহু সম্মাননা।

 

আজ, তাঁর মৃত্যুবার্ষিকীতে সাহিত্যপ্রেমীরা আবারও স্মরণ করছেন সেই গুণী মানুষটিকে, যিনি সাহিত্যে এনেছিলেন নতুন ভাষা, আবেগ আর চিন্তার গভীরতা।

সম্পর্কিত বিষয়: