এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সেপ্টেম্বর মাসের জন্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয় সংস্থাটি। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
বিইআরসি জানায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে আগস্ট মাসে ৯১ টাকা কমিয়ে দাম ১ হাজার ২৭৩ টাকা করা হয়েছিল।
একইসঙ্গে অটোগ্যাসের দামও সমন্বয় করেছে বিইআরসি। সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমানো হয়েছে। নতুন দাম মূসকসহ প্রতি লিটার ৫৮ টাকা ২৮ পয়সা।
বিইআরসি’র ব্যাখ্যায় বলা হয়, সেপ্টেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) যথাক্রমে ৫২০ ও ৪৯০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী গড় সিপি দাঁড়িয়েছে ৫০০.৫০ ডলার। এর ভিত্তিতেই নতুন করে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।



























