কড়াইল বস্তির আগুনে তারেক রহমানের উদ্বেগ প্রকাশ
রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এক বিবৃতিতে এই উদ্বেগ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সন্ধ্যায় কড়াইল বস্তি ও আশপাশের এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউদাউ করে জ্বলে ওঠা আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে চরম বেগ পেতে হয়। এখনও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও অনেকের বাড়িঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।”
তিনি আরও বলেন, “এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর প্রাণপণ প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। তাদের এই ত্যাগ ও সাহস দেশবাসীর মনে নতুন প্রেরণা জুগিয়েছে। আশা করি, দ্রুতই এই ভয়ংকর আগুনের বিস্তার রোধ হবে। কোনো জীবনহানি না ঘটে—এ কামনায় আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”
বিপজ্জনক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারেক রহমান বলেন, ‘তারা এই কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আমি দৃঢ়ভাবে আশা রাখি।’
প্রসঙ্গত, মঙ্গলবার বেলা সোয়া ৫টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে শত শত কাঁচা ঘর পুড়ে গেছে। শত শত মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।



























