শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ১২ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়া ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে

খালেদা জিয়া ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। গুরুতর সংক্রমণের কারণে তাঁকে উন্নত অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার তার সার্বিক চিকিৎসাসংক্রান্ত সর্বশেষ অবস্থা জানিয়ে একটি বার্তা দিয়েছে মেডিকেল বোর্ড।

মেডিকেল বোর্ড জানায়, গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং আরও কয়েকটি জটিলতা শনাক্ত হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁর ফুসফুসসহ অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে ইলেকটিভ ভেন্টিলেটরে নেওয়া হয়েছে। পাশাপাশি কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় শুরু করা হয়েছে ডায়ালাইসিস।

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড নিবিড়ভাবে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। চিকিৎসা বিষয়ে কোনো ধরনের অনুমান বা ভুল তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে বোর্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ডের একজন সদস্য বলেন, “ম্যাডামের কিছুটা উন্নতি হচ্ছে। দেশে রেখেই তাঁকে ঝুঁকিমুক্ত করতে চাই।”

খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চক্ষুসহ নানা জটিলতায় ভুগছেন। অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। প্রতিদিন অন্তত ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত বোর্ড বৈঠক করে চিকিৎসা প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনছে।

জানা যায়, দেশে ফেরার পর খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডা. জোবাইদা রহমান নিয়মিত মেডিকেল বোর্ডের বৈঠকে অংশ নিচ্ছেন। হাসপাতাল ও বাসা—দুই জায়গা থেকেই তিনি শাশুড়ির চিকিৎসার অগ্রগতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ ও সমন্বয় করছেন।

অধ্যাপক শাহাবউদ্দিন তালুকদারের নেতৃত্বে বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

জনপ্রিয়